বার্জার পেইন্টস্‌ বাংলাদেশ লিমিটেড এর পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। বাংলাদেশের রঙের জগতে বার্জার পেইন্টস্‌ একটি সুপ্রতিষ্ঠত নাম। দেশের অবকাঠামোগত উন্নয়ন সহযোগী হিসেবে আমরা দীর্ঘদিন ধরে দেশের স্থপতি ও স্থাপত্যচর্চার সাথে কাজ করে আসছি। একটি স্থাপত্যের অভ্যন্তরীণ সৌন্দর্যকে ফুটিয়ে তুলতে ইন্টেরিয়র স্থপতি ও ডিজাইনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাদের এই কাজকে উৎসাহ প্রদান করা এবং এ শিল্পকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে আমরা প্রথমবারের মত আয়োজন করতে যাচ্ছি “Berger Award for Interior Design 2023” । এটি দেশের স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, শিল্পী ও শৌখিন শিল্পীদের প্রতিভা প্রদর্শনের ক্ষেত্রে একটি বিশাল প্ল্যাটফর্ম হিসাবে কাজ করবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কাজ সমূহ দেশসেরা স্থপতি ও শিল্পীদের নিয়ে তৈরি বিশেষ জুরি প্যানেল দ্বারা মূল্যায়ন করা হবে।

 

) বার্জার বেস্ট ইন্টেরিওর ডিজাইন অ্যাওয়ার্ড (প্রফেশনাল): এই বিভাগে স্থপতি, ইন্টেরিয়র ডিজাইনার, চিত্রশিল্পী, ভাস্কর ও ডিজাইনিংয়ে যে কোন পেশাদার অথবা একাডেমিক সনদ প্রাপ্তরা অংশগ্রহণ করতে পারবেন।

 

খ) বার্জার বেস্ট শৌখিন ইন্টেরিওর ডিজাইন অ্যাওয়ার্ড: ডিজাইনিংয়ে কোনো পেশাদার সনদ ছাড়াই শৌখিন ডিজাইনারগণ এই  বিভাগে অংশগ্রহণ করতে পারবে।

 

Berger Award for Interior Design 2023 – এর সম্মানিত উপদেষ্টা এবং জুরিবৃন্দ

  • স্থপতি জালাল আহমদ – উপদেষ্টা
  • স্থপতি এহসান খান – চেয়ারম্যান, জুরি প্যানেল
  • স্থপতি তানিয়া করীম – সদস্য জুরি প্যানেল
  • স্থপতি আসিফ এম আহসানুল হক – সদস্য জুরি প্যানেল
  • স্থপতি আবিদ হাসান নূর – সদস্য জুরি প্যানেল
  • স্থপতি সৈয়দা তুহিন আরা করিম – সদস্য জুরি প্যানেল
  • শিল্পী ঢালী আল মামুন – সদস্য জুরি প্যানেল

প্রকল্প জমাদানের প্রক্রিয়াঃ

বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড (প্রফেশনাল) ক্যাটাগরি

  • সঠিক তথ্য দ্বারা পূরণকৃত এন্ট্রি ফর্ম
  • ক্যামেরা রেডি A1 সাইজের ল্যান্ডস্কেপ কাগজে নিম্নলিখিত বিষয়সমূহ অন্তর্ভুক্ত করে একটি কম্পোজিশনে সাজাতে হবেঃ

১.   প্রোজেক্টের বিবরণ
২.   ছবি (সর্বোচ্চ ৭টি)
৩.   ড্রয়িং / স্কেচ / ইলাস্ট্রেশনস / কনসেপ্ট
৪.   লেআউট প্ল্যান
৫.   নির্মাণ প্রযুক্তির তথ্য
৬.   খরচ
৭.   ব্যবহৃত উপকরণ বর্ণনা

  • প্রতিটি এন্ট্রি ফর্মের সাথে সর্বোচ্চ ২টি A1 সাইজের শীট থাকবে
  • জাতীয়তার প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্টর স্ক্যানকপি অথবা ফটোকপি পাঠাতে হবে
  • সংশ্লিষ্ট বিষয়ের প্রাতিষ্ঠানিক / একাডেমিক সার্টিফিকেটের স্ক্যানকপি অথবা ফটোকপি পাঠাতে হবে
  • সকল ফাইল সমূহ কুরিয়ার অথবা ডিজিটাল (ফাইলের সাইজ ৩০০dpi এবং সর্বোচ্চ ১৫ MB এর মধ্যে হতে হবে)
  • প্রফেশনাল ইন্টেরিওর ডিজাইনারদের জন্য: https://tinyurl.com/3spzw6tc

যে কোন একটি মাধমে পাঠানো যাবে।

১ – ইমেইল পাঠানোর নিয়ম – Subject এ “Project submission for  Berger Award for Interior Design 2023_Professional” উল্লেখ করে berger.baid@gmail.com এই ইমেইলে পাঠাতে হবে।

২ – কুরিয়ারে পাঠানোর ঠিকানা – অ্যানালাইজেন বাংলাদেশ, লেভেল ১, বাড়ি ১/এ, রোড ১৬/এ, গুলশান-১, ঢাকা-১২১২

 

বার্জার বেস্ট ডিজাইন অ্যাওয়ার্ড (সৌখিন) ক্যাটাগরি

  • সঠিক তথ্য দ্বারা পূরণকৃত এন্ট্রি ফর্ম
  • প্রতিটি প্রোজেক্টের জন্য সর্বোচ্চ ৭টি ছবি/ ড্রয়িং(যদি থাকে) (সর্বোচ্চ ১৫ MB এর মধ্যে)
  • সর্বোচ্চ ৩০০ শব্দের মধ্যে, বাংলা অথবা ইংরেজিতে প্রোজেক্টের বর্ণনা
  • জাতীয়তার প্রমাণ হিসেবে জাতীয় পরিচয়পত্র/পাসপোর্ট
  • শৌখিন ইন্টেরিওর ডিজাইনারদের জন্য: https://tinyurl.com/3zw46jfh
  • উপরে উল্লেখিত সকল তথ্য সমূহ হবে Subject এ “Project submission for Berger Award for Interior Design 2023_Shoukhin” উল্লেখ করে berger.baid@gmail.com এই ইমেইলে পাঠাতে হবে।

 

 সময়সীমা

প্রোজেক্ট জমা দেয়ার শেষ তারিখঃ ২১ সেপ্টেম্বর ২০২৩